ফুয়েল প্রবাহে কার্বন ক্লিনিং ও ফুয়েলের ত্রুটি সংক্রান্ত জনিত সমস্যা সমাধানের জন্য এক ধরনের বিশেষ তেল। ক্লিনার সাধারণত ফুয়েল ট্যাঙ্কে ব্যবহার করা হয়।
কখন বুঝবেন ফুয়েল ক্লিনার ব্যবহার করতে হবে?
১। মাইলেজ ভালো না পেলে
২। পিক আপ ও এক্সিলারেশন ঠিকমত না পেলে
৩। নকিং সাউন্ড বেড়ে গেলে
কেন এই ঘটনাগুলো ঘটে?
১। নিম্ন মানের ফুয়েল ব্যবহার করার কারনে
২। শহরের মধ্যে বার বার স্টার্ট বন্ধ রাখা
৩। ইঞ্জিন উৎপাদিত অতিরিক্ত শক্তি গুলো পুনরায় জমিয়ে গতি বাড়াতে না পারলে।
ফুয়েল ক্লিনার ব্যবহারের মাধ্যমে যে যে উপকার পাওয়া যায়
১। ফুয়েল ইকোনোমি বাড়ানো
২। ইঞ্জিন উৎপাদিত অতিরিক্ত শক্তি গুলো পুনরায় জমিয়ে গতি বাড়ানো।
৩। নকিং সাউন্ড কমিয়ে ফেলে
৪। ফুয়েল সিস্টেমে কার্বন জনিত ক্ষয় রোধ করে
৫। স্পার্ক প্লাগ ফাউলিং কমাতে
সর্বপরি অয়েলের বিষাক্ত ভাব কাটিয়ে গতি বাড়ানোর মাধ্যে স্মুথ ড্রাইভিং এনে দেয় ।
এবং আপনি যদি একজন পেশাদারের সাথে পরামর্শ করতে চান বা সাহায্যের প্রয়োজন হয়, Care Care BD এর সাথে যোগাযোগ করুন!