লং ড্রাইভে যাওয়ার জন্য গাড়ির কি কি চেক করবেন?

লং ড্রাইভে

জেনারেল সার্ভিসিং -ইঞ্জিন অয়েল ও ফিল্টারস চেক আপ।   

ব্রেকিং সিস্টেম চেক আপ। 

এসি সিস্টেম চেক-আপ- গ্যাস , লিকেজ, কুলিং ।

ইলেক্ট্রিক্যাল লাইন চেক-আপ

লাইট গুলো চেক-আপ

ওইপার ব্লেড চেক আপ

 টায়ার পাওয়ার চেক-আপ- স্পেয়ার হুইল, টায়ার ইনফ্লেচার, চাকার রিপিয়ার কিট।

 ফুয়েল সিস্টেম চেক-আপ

রেডিয়েটারের বা কুলিং পানি চেক-আপ

 যে কোন ধরনের যান্ত্রিক ত্রুটি থাকলে রিচেক করা।

লং ড্রাইভে পূর্বে হাইব্রিড, ইলেক্ট্রিক ও ননহাইব্রিড আপডেট গাড়ি গুলো স্কানিং করুন । 

গাড়ির ইঞ্জিন গরম হওয়ার  কারণ সমূহ:-

পরিমাণের তুলনায় কম কুল্যান্ট

নষ্ট থার্মোষ্ট্যাট

নষ্ট পানির পাম্প

রেডিয়েটর মোটরের পাখা যদি নষ্ট থাকে

রেডিয়েটরে যদি পাখার রিলে যদি নষ্ট থাকে.

তাৎক্ষণিক ভাবে কীভাবে সারবেন এই সমস্যা:-

*এসির সুইচ অফ করে দিন ।

*৩০-৬০ মিনিট গাড়ির ইঞ্জিন বন্ধ করে রাখুন।

*কোন লিক বা অন্য কোন সমস্যা থাকলে খুঁজে বের করুন।

*কুল্যান্ট রাখার জায়গাটি মাঝে মাঝে পরীক্ষা করে নেবেন ।

*বড় সমস্যা দেখে ঠিক করে নেবেন।

*ভালো সার্ভিস সেন্টার আর অভিজ্ঞ মেকানিকের পরামর্শ নিন ।

*আপনার থার্মোস্টেট পুরানো হয়ে গেলে পাল্টে নিন।

*প্রত্যেক মাসে কুল্যান্টের পরিমান চেক করে নেবেন ।

*যত দ্রুত সম্ভব সমস্যা সমাধানের চেষ্টা করুন।

Shopping Cart
Scroll to Top