গাড়ির ইঞ্জিন ওভার হিটিং এর কারণ ও তাৎক্ষণিক প্রতিকার।

গাড়ির ইঞ্জিন ওভার হিটিং হওয়ার  কারণ সমূহ:-

গাড়ির ইঞ্জিন ওভার হিটিং এর কারণগুলো হলো—

১/পরিমাণের তুলনায় কম কুল্যান্ট

২/নষ্ট থার্মোষ্ট্যাট

৩/নষ্ট পানির পাম্প

৪/রেডিয়েটর মোটরের পাখা যদি নষ্ট থাকে

৫/রেডিয়েটরে যদি পাখার রিলে যদি নষ্ট থাকে.

তাৎক্ষণিক ভাবে কীভাবে সারবেন এই সমস্যা:-

*এসির সুইচ অফ করে দিন ।

*৩০-৬০ মিনিট গাড়ির ইঞ্জিন বন্ধ করে রাখুন।

*কোন লিক বা অন্য কোন সমস্যা থাকলে খুঁজে বের করুন।

*কুল্যান্ট রাখার জায়গাটি মাঝে মাঝে পরীক্ষা করে নেবেন ।

*বড় সমস্যা দেখে ঠিক করে নেবেন।

*ভালো সার্ভিস সেন্টার আর অভিজ্ঞ মেকানিকের পরামর্শ নিন ।

*আপনার থার্মোস্টেট পুরানো হয়ে গেলে পাল্টে নিন।

*প্রত্যেক মাসে কুল্যান্টের পরিমান চেক করে নেবেন ।

*যত দ্রুত সম্ভব সমস্যা সমাধানের চেষ্টা করুন।

https://www.carcarebd.com/you-car-our-care-car-care/

Scroll to Top