Car Care Bd

হাইব্রিড গাড়ির মেইন্টেইনেন্স ব্যাপারে কিছু টিপস

হাইব্রিড গাড়ির মেইন্টেইনেন্স টিপস

(১) হাইব্রিড গাড়ি সবসময় লো মাইলেজ কেনার ট্রাই করবেন, অন্তত ৮০ হাজার কিমি এর নিচে, ৬০ এর নিচে হলে খুবই ভালো।

(২) হাইব্রিড গাড়িতে এসি চালিয়ে রাখার ট্রাই করবেন। কেননা হাইব্রিড গাড়ির এসি সিস্টেম কোনো এক্সট্রা তেল খায় না, জেনারেটর এর মাধ্যমেই এসির কম্প্রেশর রান হয়। এই এসির বাতাস পিছের সিটের এয়ার ভেন্টস দিয়ে ব্যাটারিকে ঠান্ডা রাখে, এই ক্ষেত্রে এয়ার ভেন্টস গুলো ও ক্লিন রাখবেন।

(৩) হাইব্রিড গাড়ির মেইন্টেইনেন্স টিপসএর জন্য হাইব্রিড গাড়িতে সর্বদা টায়ার প্রেশার ঠিক রাখবেন। রিম সাইজ চেঞ্জ করবেন না অতি প্রয়োজনীয় না হলে। ভালো মাইলেজ পেতে Eco মোড এ চালাতে পারেন। এতে থ্রটল রেসপন্স কিছুটা বাজে হবে, কিন্তু পিসিউ পারতে ইঞ্জিন চালু করবে না। জ্যাম এ N গিয়ারের বদলে P গিয়ারে গাড়ি রাখতে পারেন কেননা নিউট্রাল গিয়ারে Hv ব্যাটারি চার্জ হয় না।

(৪) সর্বদা 0W-20 গ্রেডের ইঞ্জিন ওয়েল ইউজ করবেন।

Shopping Cart
Scroll to Top