কার এসি সিস্টেম থেকে কিভাবে বেস্ট পারফর্মেন্স পাবেন?

ব্যক্তিগত জীবনে কার এসি সিস্টেম কি কি বেস্ট পারফর্মেন্স প্রদান করে ?

গৃস্মকালে সক্রিয় ঠান্ডা বাতাস সরবরাহ করে এবং শীতকালে আর্দ্রতা নিয়ন্ত্রণে রেখে গাড়ির ভেতরে পরিবেশকে উষ্ণ রাখে।এজন্য কার এসি সিস্টেম থেকে বেস্ট পারফর্মেন্স দরকার।

এয়ারকন্ডিশন ফিল্টার মূলত আপনার গাড়ির ভেতরের বাতাস কে সর্বদা পরিষ্কার রাখে এবং

যেকোনো ধরনের অস্বস্তিকর হাওয়া দূরীভূত করে গাড়ির ভেতরের পরিবেশকে স্বস্তিদায়ক ও মনোমুগ্ধকর করে তোলে।

কিভাবে কারের এসি সিস্টেম কাজ করে?

কার এসি সিস্টেম ৫ টি উপাদান

১। কম্প্রেসর

২। কন্ডেন্সর

৩। রিসিভার/ ড্রায়ার/ একুমুলেটর।

৪। এক্সপানসান ভাল্ব।

৫। এভাপরেটর ।

এসি সিস্টেম থেকে বেস্ট পারফরম্যান্স পেতে নির্ধারিত সময় পরপর যে ৫ টি সার্ভিসিং প্রয়োজন।

১। এসি ফিল্টার রিপ্লেসমেন্ট।

২। এসির ফাংশন এবং কর্মক্ষমতা পরীক্ষা।

৩। এসি সিস্টেম লিকেজ চেক আপ ।

৪। এসি গ্যাস রিপ্লেসমেন্ট ।

৫। এসি সিস্টেমের জীবাণুমুক্তকরণ (বাষ্পীভবক)।

যে ৫ টি লক্ষন দেখে বুঝবেন এসি সিস্টেম সার্ভিসিং করা জরুরী –

১। এসি সিস্টেম থেকে দূষিত বাতাস প্রবাহিত হলে ।

২। এসি সিস্টেম লিকেজের ফলে ঠিকমত ঠান্ডা বাতাস প্রবাহিত না হলে

৩। ইভাপরেটর বা বাষ্পীভবক ঠিকমত কাজ না করলে ।

৪। কম্প্রেসর ঠিক মত কাজ না করলে ।

৫। ওরান বেল্ট বা বেল্ট পুরানো হয়ে গেলে ।

best car ac tips: https://www.carcarebd.com/five-signs-when-to-change-your-spark-plugs/

Scroll to Top